• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করলো মাউশি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১২:৫৩ এএম

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করলো মাউশি

সিটি নিউজ ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) 

বুধবার (১৬ মার্চ) মাউশির উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা ঘাটতি পূরণ করতে পারবে।

বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অধিদফতরের সকল অঞ্চলের পরিচালক এবং অধ্যক্ষ প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএম/ডা

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ