• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মধ্য মার্চ থেকে প্রাথমিক শিক্ষক বদলির পাইলটিং শুরু

প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০১:১৪ এএম

মধ্য মার্চ থেকে প্রাথমিক শিক্ষক বদলির পাইলটিং শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার কারণে দুই বছরের বেশি সময় পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বদলি কার্যক্রমের পাইলটিংয়ের উদ্বোধন করার কথা রয়েছে। পরে পর্যায়ক্রমে সারা দেশের সব শিক্ষকের বদলি কার্যক্রম চলবে।

শুক্রবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় পাইলটিং শুরু হবে আগামী সপ্তাহের মঙ্গল বা বুধবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মার্চে শিক্ষক বদলির পাইলটিং শুরু হবে।

২০২০ সাল থেকে বদলির কথা থাকলেও শেষ পর্যন্ত আগামী সপ্তাহে পাইলটিং শুরু হচ্ছে। এর পর অনলাইনে সারা দেশে শিক্ষক বদলি শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।


ডা/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ