• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আসন ফাঁকা রেখেই কুবিতে ক্লাস শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৫:৩৩ পিএম

আসন ফাঁকা রেখেই কুবিতে ক্লাস শুরু

সিটি নিউজ ডেস্ক

আসন ফাঁকা রেখেই আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস। কয়েক দফা মেধাতালিকা প্রকাশের পরও এক হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি আসন ফাঁকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

সূত্রমতে, ‘এ’ ইউনিটে ২০টি, ‘বি’ ইউনিটে ৫৩টি এবং ’সি’ ইউনিটে ১১টি আসন খালি রয়েছে। তবে খালি আসন সংখ্যা দুদিনে আরও বাড়তে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

‘এ’ ইউনিটের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ’আমরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান রাখব। আগামী ৩০ মার্চের পরও যদি আসন ফাঁকা থাকে, তাহলে ফাঁকা আসন নিয়েই ক্লাস কার্যক্রম চলবে। ৩০ মার্চের পর আর কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ’আজ থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করছি। তবে বিভাগ অনুযায়ী শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট এক হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। 

জেইউ/ এফএ

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ