• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘করোনার জন্য ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৮:২১ পিএম

‘করোনার জন্য ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। ভাইরাসটিতে যেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে না হয়, সেজন্য অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরা পড়ে পড়ে শিখবে। যতটা সম্ভব ভালোভাবে শিখবে। এই কারিকুলামে দক্ষ, যোগ্য  মানবিক বোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে উঠবে। আমাদের প্রচেষ্টা স্বপ্নের সোনার বাংলা গড়ার। লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে যাব।

তিনি আরও বলেন, ‘যতগুলো জাতীয় লক্ষ্য আছে, সেগুলো অর্জন করা আমাদের উদ্দেশ্য। শিক্ষক-অভিভাবকসহ সবার প্রতি আমার আহ্বানপাইলটিং হচ্ছে, কোথায় কোথায় সমস্যা আছে, তাও যেন আমাদের জানানো হয়। আমরা যেন সঠিকভাবে প্রণয়ন করে সবচেয়ে ভালো কারিকুলাম প্রণয়ন করতে পারি। একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌঁছে যাব, তা নয়। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি।


এনএম/এফএ

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ