• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:৫৯ পিএম

পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমেরপাইলটিং-এর উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং শুরু হচ্ছে। মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে, সেটা হবে আনন্দময়। শিক্ষার্থীরা সমাজ শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে শিখবে। তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠলেই চলবে না, পাশাপাশি তাদের ভালো মানুষ হতে হবে।’

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। ছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষক  শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

নূর/ফিরোজ

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ