প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০১:০৯ এএম
অমর একুশে ফেব্রুয়ারি
উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাতফেরি
ভোর সাড়ে ৬টায় শুরু হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে
এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
এতে
বলা হয়, ২১ ফেব্রুয়ারি
উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা
অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি
উত্তোলন করা হবে কালো
পতাকা। ওইদিন সকাল সাড়ে ৬টায়
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সীমিত পরিসরে
একটি প্রভাতফেরি বের করা হবে।
প্রভাতফেরির
নেতৃত্ব দেবে উপাচার্য অধ্যাপক
ড. মো. আখতারুজ্জামান। এ
ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা
এতে অংশ নেবেন। প্রভাতফেরিসহকারে তারা আজিমপুর কবরস্থান
হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন
এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
বাদ
জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ
এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের
মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত
করা হবে বলেও বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়।
নূর/ডাকুয়া