• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবিতে সশরীরে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৭:২০ পিএম

ঢাবিতে সশরীরে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

সিটি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো চলমান থাকবে। অফিস আগের মতো যথারীতি খোলা থাকবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি থেকে এই ছুটি শুরু হয়েছে, যা শেষ হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি।


নূর/ফিরোজ

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ