• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৯:১৬ পিএম

‘চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে’

সিটি নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার কমছে। এই ধারা অব্যাহত থাকলে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে কথা বলে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুধবার রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। তাদের সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে যেভাবে ক্লাস নেয়া সম্ভব,. সেভাবেই নেয়া হবে। একই সঙ্গে স্কুল-কলেজ খুললেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।


নূর/ফিরোজ

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ