• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১০:০৩ পিএম

৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সিটি নিউজ ডেস্ক

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস করেছে এক হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। অপরদিকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করতে পারেনি কেউ।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

২০২০ সালে করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় বিশেষ ব্যবস্থায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি। কোন শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি।

এবারের শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবগুলোই সাধারণ শিক্ষাবোর্ডের। মাদরাসা ও কারিগরি বোর্ডে শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই। শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে দু’টি, দিনাজপুর বোর্ডে দু’টি ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এবার মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। উচ্চ মাধ্যমিকে ১০ বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।


জসীম/ডাকুয়া











শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ