• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৩:০৯ পিএম

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন।

ফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা এসএমএস ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

যেভাবে ফল জানা যাবে

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2021 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>TEC<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এবং অনলাইনে ফল জানতে ভিজিট করতে হবে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।

 


অর্ণব/ফিরোজ

 


শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ