প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:৫৫ এএম
শিক্ষামন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে দীর্ঘ ২৭
দিন পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭
টায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের পক্ষে মুহাইমিনুল বাশার রাজ বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। উপাচার্যের ব্যাপারে শিক্ষামন্ত্রী আমাদের কথাগুলো আচার্যের কাছে উপস্থাপন করবেন। আমরা আশা করছি- মাননীয় আচার্য আমাদের দাবির ব্যাপারে পদক্ষেপ নেবেন।’
এ সময় রাজ দেশের যেসব মানুষ তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগামীকাল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর জন্য আমরা অনুরোধ করছি।’
এর আগে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেডআই/