• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:২৭ পিএম

জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

মুনওয়ার আলম নির্ঝর

অধ্যাপক . মুহম্মদ জাফর ইকবালের দেয়া আশ্বাসে অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে অধ্যাপক . মুহম্মদ জাফর ইকবাল তার স্ত্রী অধ্যাপক . ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের মুখে পানি তুলে দেন।


এর আগে, ভোর ৪টার দিকে অধ্যাপক . মুহম্মদ জাফর ইকবাল দম্পতি অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন। সবার খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। অনশন ভাঙতে অনুরোধ করেন। সময় দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দিলে অনশন ভাঙতে রাজি হন শিক্ষার্থীরা।


গত ১৯ জানুয়ারি বিকেল তিনটা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে অনশনকারী এক শিক্ষার্থীর পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় অনশন ভেঙে বাড়ি ফিরে গেছেন তিনি। পরে গত রোববার সেখানে নতুন করে আরও পাঁচ শিক্ষার্থী যোগ দিয়েছিলেন।


উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। 

আমরণ অনশন ভাঙলেও উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের এক মুখপাত্র।

নূর/ডা

আর্কাইভ