মুনওয়ার আলম নির্ঝর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির বাসভবনে খাবার পৌঁছে দিয়েছে পুলিশ। তারা মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ২টার দিকে ভিসি এবং তার পরিবারের সদস্যদের জন্য চাল, ডাল, ডিম, তেল, শুকনা খাবার এবং জুস নিয়ে বাসভবনে প্রবেশ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেরাই ভিসির পরিবারের সদস্যদের জন্য পুলিশের হাতে খাবার তুলে দেয়। তবে খাবার দেয়ার আগে সেগুলো ভালো করে তল্লাশি করেন শিক্ষার্থীরা। কারণ হিসেবে তারা বলেন, ‘আগে একবার খাবার দেয়ার চেষ্টা হয়েছিল। তখন খাবারের সঙ্গে কয়েক বোতল ফেনসিডিল ছিল। যে কারণে আমরা খাবার পরীক্ষা করে দিচ্ছি।’
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভিসির বাসভবনে শিক্ষকেরা প্রবেশ করতে চেষ্টা করেছিলেন। কিন্তু তখন না পেরে ফিরে গিয়েছিলেন তারা।
জনি/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন