• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৮:২৫ এএম

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। প্রায় ২৯ ঘণ্টা পর সেই বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছেন তারা।

মানবিক বিবেচনায় সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কারণ, উপাচার্যের বাসভবনের পার্শ্ববর্তী অর্ধশতাধিক কর্মচারীদের বাসা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের অনুরোধে তারা এই সংযোগ দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহামিনুল বাশার রাজ।

তিনি জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক কর্মচারীদের বাসা রয়েছে। ওখানে তাদের অনেকেই অসুস্থ রয়েছে। বিষয়টি আমাদের জানিয়ে কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুরোধ করেন। মানবিক বিষয়টি বিবেচনায় আমরা সংযোগটি চালু করে দিয়েছি।

উপাচার্যের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ যুগান্তরকে বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। পরে জেনারেটর এবং আইপিএস দিয়ে কোনো রকমে চলেন উপাচার্য।

জেডআই/ডা

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ