• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খাবার দাবারের সমস্যা হচ্ছে : ভিসি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৭:০০ এএম

খাবার দাবারের সমস্যা হচ্ছে : ভিসি

মুনওয়ার আলম নির্ঝর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে একেবারে গণমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ফরিদ উদ্দিন আহমেদ। তবে কিছুক্ষণ আগে তার সঙ্গে সিটি নিউজ যোগাযোগ করতে সক্ষম হয়।

সিটি নিউজকে তিনি বলেন, ‘খাবার-দাবারে খুব সমস্যা হচ্ছে। তার বিরুদ্ধে অনশন শুরু হওয়ার পর এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন।

শারীরিক অবস্থাও ভালো নেই বলে জানান ভিসি। 

হতাশা ব্যক্ত করে ভিসি ফরিদ উদ্দিন আহমেদ সিটি নিউজকে বলেন, ‘এটা আমার প্রাপ্য ছিল না। আমি ভালো নেই। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এরপর সোমবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক আলমগীর কবির, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক আবু হেনা পহিল, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট মুনিরুজ্জামান সোহাগ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও অনশনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে আসেন।

এ সময় শিক্ষার্থীরাও খাবার গ্রহণ করেনি এবং ভিসির বাসভবনেও খাবার নিয়ে শিক্ষকদের প্রবেশ করতে দেয়নি।

এ দিকে শিক্ষার্থীদের অনশনের ১২৯ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন এবং ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন ১০ জন শিক্ষার্থী।

নির্ঝর/জেডআই/ডা

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ