• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাবিতে সশরীরেই চলবে ক্লাস-পরীক্ষা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১০:২১ পিএম

রাবিতে সশরীরেই চলবে ক্লাস-পরীক্ষা

সিটি নিউজ ডেস্ক

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

তিনি বলেন, ‘আপাতত ক্লাস-পরীক্ষা বন্ধ হচ্ছে না। আমরা অনলাইনে নয়, সশরীরে ক্লাস পরীক্ষা চালু রাখছি৷ তবে অনলাইনে ক্লাস নিতে চাইলে সেটি বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। চলমান পরীক্ষাগুলো চলবে এবং সেগুলো সশরীরেই হবে।

গত দুই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ মোট ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ