• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৭:৩৭ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে বাংলাদেশেও। দেশে এরই মধ্যে এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫শছুঁইছুঁই। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ রাখা হবে, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। আপাতত তাদের জন্য সুখবর এসেছে। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৯ জানুয়ারি) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৈঠকে বিধিনিষেধসহ অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সবশেষে আপাতত বিধিনিষেধ এলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ডা. নজরুল ইসলাম আরও বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর প্রথম এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ওই সপ্তাহের ওপর নির্ভর করে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে করণীয়।’ আজকের বৈঠকের সব সিদ্ধান্ত নিয়ে সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে বলেও তিনি জানান।

কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে দুপুরে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে না। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকে আমাদের বৈঠক আছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ