• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৮:২২ পিএম

তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হল খোলা রেখে করোনার মধ্যে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে চান না বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। অফলাইন কার্যক্রম বন্ধ করে অনলাইন কার্যক্রম চান তারা। পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও যেকোনো মূল্যে নিরসন চান এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্বিবদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার চেয়ে জীবন বড়। করোনার মধ্যে পরীক্ষা তারা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারও জীবন সংকটে পড়ুক তা চান না তারা।

শিক্ষার্থীদের দাবি দুটি হলো বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ এবং করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা। সড়কে তাদের অবস্থানের কারণে তেজগাঁও এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

হাসান/এম. জামান


আর্কাইভ