• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো সময় এখনও আসেনি’

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১২:৫৩ এএম

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো সময় এখনও আসেনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওমিক্রনের সংক্রমণ বাড়লেও দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো সময় এখনও আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার ( জানুয়ারি) তিনি কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। নিয়ে আমরা সবাইকে নিয়ে আলোচনা করছি।

তিনি আরও বলেন, ‘ওমিক্রনের সংক্রমণ বেশি বাড়েনি। তবুও আমরা বিষয়ে সতর্ক রয়েছি। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। সংক্রমণ বাড়লে বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের মৃত্যু হয়েছে। নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

নূর/ডা

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ