• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আগামী বছরের এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৩:১৫ পিএম

আগামী বছরের এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বেড়েছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি বছরের মতো আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে।’

এর আগে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন করে ক্লাস নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। এরপর দুই সপ্তাহ সময় দিয়ে বোর্ড পরীক্ষা শুরু করা হবে।’ পরিস্থিতি খুব খারাপ না হলে অবশ্যই পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে চান বলেও জানান তিনি।

দীপ/সবুজ/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ