প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:০৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭০ ভাগ এবং
প্রাথমিক স্তরে শতভাগ বই
পৌঁছে গেছে। নতুন বছরের প্রথম
দিনে নতুন বই পাওয়ার আশায় শিক্ষার্থীরা বই উৎসবে মেতে
ওঠার দিন গুনছে।
২০২২
সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে
৩৩ লাখ ৫৫ হাজার
৩৮৬টি নতুন বই
বিতরণ করা হবে।
জেলা
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা
গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ১৬ লাখ
৫২ হাজার ৮৪০টি। গত ২৩ ডিসেম্বর
পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায়
৬১ ভাগ। অন্যদিকে, দাখিলে
চাহিদা ছিল ৪ লাখ
৪১ হাজার ৭৫টি, বই এসেছে ৬৪
ভাগ এবং এবতেদায়িতে বইয়ের
চাহিদা ছিল ২ লাখ
৫ হাজার, বই পুরোটােই এসেছে।
এ ছাড়া, এসএসসি ভোকেশনালে ৩০ হাজার ৬০০টি
বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে
পুরোটাই এবং দাখিল ভোকেশনালে ৯১০টি বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৭৭০টি,
ট্রেডে ১২ হাজার ৬৪৮টির
বিপরীতে বই এসেছে পুরোটাই।
জেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ
জানান, এখনও বই বাকি
রয়েছে। তবে বাকি বই
চলে আসবে। সেই সঙ্গে বিদ্যালয়গুলোতে
বই পাঠানো শেষপর্যায়ে রয়েছে।
এবারও বছরের প্রথম দিনে বই উৎসবের
আয়োজন নেই। তবে শিক্ষার্থীদের
নিজ নিজ বিদ্যালয়ে তাদের
হাতে নতুন বই তুলে
দেয়া হবে।
জেলা
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা
গেছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও নৃগোষ্ঠীর বইয়ের চাহিদা ছিল ১০ লাখ
১২ হাজার ৫৬৩টি। এখন পর্যন্ত বই
এসেছে ৭৪ ভাগ। এর
মধ্যে শিবগঞ্জে ৩ লাখ ৮৩
হাজার ৪০০ বইয়ের বিপরীতে
বই এসেছে ১ লাখ ১২
হাজার ৭৫০টি, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ লাখ
৯৭ হাজার ৯০০ বিপরীতে ২
লাখ ১৯ হাজার ৪৫০টি,
গোমস্তাপুরে ১ লাখ ৫৩
হাজার ৩০টি বইয়ের
বিপরীতে এসেছে ১ লাখ ১২
হাজার ৭৫০টি, নাচোলে ১ লাখ ৯
হাজার ২০টি বইয়ের বিপরীতে
এসেছে ৮১ হাজার ৮০৫টি
ও ভোলাহাটে ৬৬ হাজার ৯০০
চাহিদার বিপরীতে ৪৯ হাজার ৮০০টি
বই এসেছে। এ ছাড়া, নৃ-গোষ্ঠী, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রথম থেকে পঞ্চম শ্রেণির
বই ১ হাজার ৫৮৫টি
এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে
৬২৮টি বইয়ের বিপরীতে পুরো বই এসেছে।
জেলা
প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম
জানান, জেলার ৭০৫টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পৌঁছে গেছে।
নূর/এম. জামান