প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৫:৩৫ পিএম
চলতি বছরের মাধ্যমিক
স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার
ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত
ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি
৯৭.৫২ শতাংশ।
এ ছাড়াও অন্যান্য বোর্ডে পাসের হার যথাক্রমে- ৯ শিক্ষা বোর্ডে : ৯৩.৫৮, ঢাকায় ৯০.১২, চট্টগ্রামে ৯১.১২, বরিশালে ৯০.১৯, সিলেটে ৯৬.৭৮, কুমিল্লায় ৯৬.২৭, দিনাজপুরে ৯৪.৮০, যশোরে ৯৩.০৯, রাজশাহীতে ৯৪.৭১, মাদরাসায় ৯৩.২২ ও কারিগরিতে ৮৮.৪৯ শতাংশ।
বৃহস্পতিবার
(৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই
বিতরণের উদ্বোধনকালে পরীক্ষার ফল প্রকাশ করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সব
পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমেও একযোগে ফল প্রকাশ করা
হয়েছে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট
পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধানরা
তাদের পরীক্ষার্থীদের ফল সংগ্রহ করতে
পারবেন।
সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানগুলোকে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের
Result কর্নারে ক্লিক করে বোর্ড ও
প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল
ডাউনলোড করার পরামর্শ দেয়া
হয়েছে।
পরীক্ষার্থীরা
www.educationboardresults.gov.bd এবং
সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে
পারবে।
১৬২২২
নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল
পাওয়া যাবে। এর জন্য যেকোনো
মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC < > Board
Name (first 3 letter) < > Roll
< > Year লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
শিক্ষা বোর্ড,
শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে
কোনো ফল পাওয়া যাবে
না।
এদিকে
পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে
৬ জানুয়ারি পর্যন্ত আবেদন নেয়া হবে। আবেদন
পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ
লিমিটেডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
মহামারি
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার
৯ মাস পিছিয়ে গত
১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার
মাধ্যমে দেড় বছর পর
প্রথম কোনো পাবলিক পরীক্ষায়
বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে
এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ
২৭ হাজার ১১৩ জন।
এবার
সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা
অনুষ্ঠিত হয়। এর মধ্যে
বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে
এবার পরীক্ষা না নিয়ে আগের
পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন
করা হবে।
নূর/এম. জামান