প্রকাশিত: মে ২৬, ২০২১, ০১:২৬ এএম
অবিলম্বে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মঙ্গলবার (২৫ মে) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এবং পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বড় ধরনের সেশনজটে পড়েছেন। ফলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর মতো ঘটনা ঘটছে। এই সংকট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে হল ও ক্যাম্পাস খুলে দেয়ার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘করোনাকালে দেশের শিক্ষা ক্ষেত্রের কোনো অর্জন নেই। পরিকল্পনাহীনভাবে চলছে দেশের শিক্ষা খাত।’ এ সময় তারা হল ও ক্যাম্পাস না খুললে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এতে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের কর্মসূচি থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলন আজ শেষ নয়। আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষামন্ত্রীর ব্রিফিং শেষে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
বিআর/এম. জামান/