• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

স্কুলে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৬:০৯ পিএম

স্কুলে ভর্তির আবেদন শুরু

সিটি নিউজ ডেস্ক

সরকারি বেসরকারি স্কুলে প্রথম-নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম আগামী ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের পছন্দের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষায় কোনো ভর্তি পরীক্ষা হবে না। ১৫ ডিসেম্বর সরকারি হাইস্কুলে লটারি হবে। আর বেসরকারি হাইস্কুলের লটারি হবে ১৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে। জানুয়ারি শিক্ষার্থীদের সরাসরি ক্লাস শুরু হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সিদ্ধান্ত দিয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে গত বছরের মতো বছরও বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ হচ্ছে না। ফলে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা পরিশোধ করতে হবে।

নূর/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ