প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৬:২৯ পিএম
২০২০-২১ শিক্ষাবর্ষে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন পাঁচ
হাজার ৭৯ জন শিক্ষার্থী।
পাসের হার ২১ দশমিক
৭৫ শতাংশ। আর ফেলের হার
৭৮ দশমিক ২৫ শতাংশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
প্রকাশিত ফলে প্রথম স্থান অধিকার করেছেন আরাফাত সামির আবির নামের এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০৬। তিনি নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
গত
২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক
হাজার ২৫০ আসনের বিপরীতে
লড়েন ২৭ হাজার ৩৭৪
জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২
জন।
এর
মধ্যে ‘গ’ ইউনিটে ঢাবির পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করেন ১৭ হাজার
১৩৭ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৫৯
জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬০৬
জন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
৪২৬ জন, রংপুরের বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৬২
জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জন, বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জন।
নূর/ডাকুয়া