• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দুপুরে ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৪:২০ পিএম

দুপুরে ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

সিটি নিউজ ডেস্ক

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত '' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (২৩ নভেম্বর) মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান।

গত ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতেইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ২৫০ আসনের বিপরীতে লড়েন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।

এর মধ্যেইউনিটে ঢাবির পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করেন ১৭ হাজার ১৩৭ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৫৯ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬০৬ জন, সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬ জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৬২ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জন।

গত নভেম্বর 'কলা অনুষদভুক্ত ইউনিট' এবং নভেম্বর 'বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটের' ফলাফল প্রকাশ করা হয়।

নূর/ডাকুয়া

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ