• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১২:০৮ এএম

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ২ ডিসেম্বর থেকে। আসন্ন পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকেল ৪টায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

জানা গেছে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্ন ফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। রেওয়াজ অনুযায়ী প্রতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে তা শুরু হবে ডিসেম্বরে।

জেডআই/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ