• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:৫০ পিএম

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারা দেশের মতো চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে  লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী।

করোনা-পরবর্তী সময়ের পরীক্ষার নিয়মানুযায়ী রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ড থেকে সেট কোড পাঠানোর পর কেন্দ্রে খোলা হয় প্রশ্নপত্র। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যা। এবার মোট ২০৪টি কেন্দ্রে নেয়া হচ্ছে পরীক্ষা। বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭৩ জন, মানবিক বিভাগ থেকে ৬৫ হাজার ২৪৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানে ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে।

নূর/এম. জামান

 

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ