• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০২:২৮ এএম

স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলানোর প্রস্তাব করা হয়েছে। এবার স্কুলভর্তিতে সারা দেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ২০২২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ঢাকা মহানগরের নির্বাচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি ফরম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমবারের মতো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উভয় স্তরের ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর চলানোর প্রস্তাব করা হয়েছে। সরকারি স্কুলভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, সরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে। অন্য দিকে বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। এ বিষয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করে স্কুলভর্তির সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।

সভায় উপস্থিত থাকা ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বলেন, সভায় সরকারি স্কুলে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১৯ ডিসেম্বর হবে বলে জানানো হয়েছে। আর লটারি শেষে ডিসেম্বরের মধ্যেই ভর্তির কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

অবশ্য মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্তভাবে বলা যাবে।

৩ নভেম্বরের ওই সভায় এবারও লটারিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এত দিন কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

জেডআই/এম. জামান

আর্কাইভ