• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সন্তান পরীক্ষার্থী, দায়িত্ব থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:৫৫ এএম

সন্তান পরীক্ষার্থী, দায়িত্ব থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক

চট্টগ্রাম ব্যুরো

সামনেই এসএসসি পরীক্ষা। পরীক্ষায় নিজ সন্তান অংশ নেয়ায় সকল দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক।

মঙ্গলবার ( নভেম্বর) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব উপ সচিব স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে তথ্য জানানো হয়।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বলেন, ’আসন্ন ২০২১ সালের এসএসসি পরীক্ষা আগামী রোববার অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় আমার ছেলে অংশ গ্রহণ করবে। তাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গোপনীয় কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছি। পরীক্ষা চলাকালীন আমার স্থলে দায়িত্ব পালন করবেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল আলীম।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ’এবারের পরীক্ষায় যেহেতু আমার ছেলে অংশ নিচ্ছে তাই গোপনীয়তার বিষয়টি স্বচ্ছ রাখার জন্য পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গোপনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখছি। সময় দায়িত্ব পালন করবেন বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ।

 

ইফাত

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ