প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৭:০৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ‘ক‘ ইউনিটে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন।
বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবার
পরীক্ষায় মোট ৯৪ হাজার
৫০৫ জন অংশ নেন।
তাদের মধ্যে পাস করেছেন ১০
হাজার ১৬৫ জন, যা
মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬
শতাংশ। বাকি ৮৯ দশমিক
২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
গত
১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান
অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস
ছাড়াও ৭ বিভাগে এই
পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘ক’ ইউনিটে ভর্তির জন্য এবার এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেন। মোট আসন সংখ্যা এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে ৭
হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন
করেছিলেন ৩ লাখ ২৪
হাজার ৩৪০ পরীক্ষার্থী। সে
হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৫ জন।
নূর/ডাকুয়া