• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সশরীরে ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৪:১৪ পিএম

সশরীরে ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দীর্ঘ দেড় বছর পর ফের সশরীরে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।

রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ইনস্টিটিউটে সব বর্ষের ক্লাস-পরীক্ষা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলাভবনের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করবেন। এদিকে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার শেষ দিন আজ।

এর আগে, গত অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এবং ১০ অক্টোবর সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।

আজ থেকে বিশ্ববিদ্যালয়েস্বাস্থ্যবিধিমেনে চলছে সশরীরে পাঠদান পরীক্ষা কার্যক্রম। তবে সশরীরে ক্লাসের পাশাপাশি কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনেও নিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। সেশনজটে কাটাতে মাসের সেমিস্টার মাসে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

টিআর/ডাকুয়া

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ