প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১১:১১ এএম
করোনাভাইরাসের টিকা
নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত ইউনিভ্যাক ওয়েবলিংকের মাধ্যমে প্রাথমিক
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
যেসব
শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই এই লিংকের
(https://univac.ugc.gov.bd) মাধ্যমে
তারাও নিবন্ধন করতে পারবেন। যেসব
শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন
সনদ নেই, তাদের দ্রুত
জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে
টিকার জন্য নিবন্ধন সম্পন্ন
করতে হবে।
নিবন্ধন
প্রক্রিয়ায় কোনও সমস্যা হলে
শিক্ষার্থীদের ইউনিভ্যাক ফেসবুক গ্রুপে
fb.com/groups/univac.support-বিষয়টি
জানানোর জন্য অনুরোধ করা
হয়েছে। ইউনিভ্যাক ওয়েবলিংকে নিবন্ধন শেষে শিক্ষার্থীরা আগামী
সপ্তাহ থেকে জন্মনিবন্ধন সনদ
ব্যবহার করে সুরক্ষা অ্যাপে
টিকার জন্য নিবন্ধন করতে
পারবেন।
ইউজিসি
গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার জন্য ওয়েবলিংক
চালু করে।
এস/এএমকে