• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পরীক্ষার্থীদের জন্য অভিভাবকদের প্রার্থনা

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১২:২৩ পিএম

পরীক্ষার্থীদের জন্য অভিভাবকদের প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীরা পরীক্ষার হলে ভর্তি যুদ্ধে লড়ছেন আর অভিভাবকরা হলের বাইরে তাদের জন্য প্রার্থনায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তারা। প্রার্থনা একটাই-পরীক্ষাটা যেন ভালো হয়।

শনিবার (২ অক্টোবর) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বেলা ১১টায়। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শেষ মুহূর্তে পরামর্শ আর দোয়া নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। ক্যাম্পাসের গ্রন্থাগারের সামনে, বটতলায়, সমাজবিজ্ঞান চত্বরে ও ফুটপাতে বসে স্বজনের অপেক্ষায় রয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা। কেউ পত্রিকা পড়ে, গল্প করে সময় কাটাচ্ছেন। কেউবা সময় কাটাচ্ছেন প্রার্থনায়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের (পরীক্ষার্থী) পরীক্ষাটা যেন ভালো হয়, সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং তাদের মানসিক সাপোর্ট দিতেই পরীক্ষা কেন্দ্র পর্যন্ত আসা এবং অপেক্ষা করা।

রাজধানীর মিরপুর থেকে এসেছেন সালমা বেগম। মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে দোয়া-দরুদ পড়ছিলেন। তিনি বলেন, ‘আমার মেয়ের প্রস্তুতি ভালো। তবুও একটু টেনশন কাজ করছে। মেয়েটা যেন ভয় না পায়। ঠিকভাবে যেন পরীক্ষা শেষ করতে পারে, সেজন্য দোয়া করছি।’

মতিঝিল থেকে এসেছেন ফরিদ উদ্দিন। ছেলেকে পরীক্ষার হলে পাঠিয়ে বটতলায় বিশ্রাম নিচ্ছেন তিনি। কিছুটা চিন্তিতও মনে হয়েছে তাকে। জানতে চাইতেই তিনি বলেন, ‘বাবা আমার ছেলেটার জন্য দোয়া কইরো। আজও অফিস ছিল। ছেলের পরীক্ষার জন্য, তাকে একটু সাহস দেওয়ার জন্য ছুটি নিয়েছি।’

অস্থির সময় কাটছে উল্লেখ করে এক বাবা বলেন, ছেলে পরীক্ষা দিচ্ছে কিন্তু আমার খুবই অস্থির লাগছে। যতক্ষণ বের হবে না, ততক্ষণ টেনশনে থাকব। দোয়া করি যেন তার পরীক্ষা ভালো হয়।

শুক্রবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এস/এএমকে/ডাকুয়া

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ