• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের 'বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার'

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:৫৫ এএম

ঢাবিতে ছাত্রলীগের 'বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্টাডি সেন্টার’ স্থাপন করেছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা স্থাপন করে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধন করা হয় সেন্টারটি।

সেন্টারটিতে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ প্রায় দেড় শতাধিক বই।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘মধুর ক্যান্টিনভিত্তিক আমাদের ছাত্রলীগের যে রাজনীতি হয়, সে রাজনীতিতে আমরা অপচর্চা, অপনিন্দা এবং বিভিন্ন ধরনের কটূ কথার মাধ্যমে সময় নষ্ট করি। আমরা চাই এখন থেকে এখানে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বইগুলো পড়ে আমরা সমৃদ্ধ হব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখব।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘জ্ঞান ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতি, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে ছাত্র রাজনীতি যেন নবায়ন হয়। এই বৃহত্তর উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সেন্টার স্থাপন করেছি। এখন এটি ছোট পরিসরে গঠন করা হলেও আমাদের লক্ষ্য অনেক বড়।'

তিনি আরও বলেন, 'এখানে নতুন নতুন বই সংযুক্ত করা, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আগামী দিনে এটাকে কেন্দ্র করে সেমিনার-সিম্পোজিয়াম, স্টাডি সেন্টার গঠন করে ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা আমাদের লক্ষ্য।’

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

ইফাত

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ