• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবির হলে উঠতে লাগবে টিকার সনদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৭:৩৮ পিএম

ঢাবির হলে উঠতে লাগবে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহামারি করোনায় বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো। দীর্ঘদিন পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে অনার্স শেষ বর্ষ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার এবং অক্টোবর থেকে খোলা হচ্ছে এসব আবাসিক হল। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে সেদিন সকাল ৮টা থেকে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে হল খুললেই এখনই চালু হচ্ছে না সশরীরে ক্লাস কার্যক্রম।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় আসার পর সশরীরে শ্রেণি কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টিকা প্রদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স-এর যেসব শিক্ষার্থী অন্ততকোভিড-১৯এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি এবং এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/ সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে গ্রন্থাগার ব্যবহার নিজ নিজ হলে উঠতে পারবেন।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা অক্টোবর সকাল ৮টা থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন। তবে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণের সনদ বা প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

নূর/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ