• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পদ্মাসেতু হয়ে খুলনা-ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:১৭ এএম

পদ্মাসেতু হয়ে খুলনা-ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশনে নানা রকম ফুল দিয়ে সজ্জিত ট্রেনটি পৌছানোর সঙ্গে সঙ্গেই সবাই করতালি দিয়ে স্বাগত জানায়। এটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ছয়টার সময় পদ্মাসেতু হয়ে খুলনা-ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১০০ কিলোমিটার গতিতে খুলনা থেকে ৩ ঘন্টা ৪০ মিনিটে ঢাকা পৌছাবে ট্রেনটি।

রেলের মহাপরিচালক মোহাম্মদ আবজাল হোসেন খুলনা থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ।  এ রুটে টেন চলাচলের ফলে সাধারণ মানুষ কম খরচে এবং কম সময় ঢাকা থেকে খুলনা যাতায়াত করতে পারবে।খরচ ও  সময় দুইটি সাশ্রয় হবে,বাণিজ্যিক ভাবে কৃষকরা লাভবান হবে। ঢাকা থেকে খুলনার ট্রেনের ভাড়া শোভন চেয়ারে ৪৪৫ টাকা করা হয়েছে।ট্রেন চলাচলের ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। ৭৬৮ সিট বিশিষ্ট ট্রেনটি ছিল কানায় কানায় ভর্তি।

এ ব্যাপারে  ভাঙ্গা উপজেলার বামনকান্দা সহকারী রেলস্টেশন মাস্টার শাকিবুর রহমান আকন্দ জানান, আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক ভাবে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনটি ছেড়ে  ভাঙ্গায় বামনকান্দা স্টেশনে ৮:৫৫ মিনিটে খুলনা থেকে এসে পৌছায়। আমরা অত্যাধুনিক সিডিআর সিস্টেমে ট্রেনটি রিসিভ করেছি। ট্রেনের বগি গুলো কানায় কানায় ভর্তি।বামনকান্দা ট্রেন ষ্টেশন থেকে প্রায় ৫০ জন যাত্রী ঢাকায় গেল এবং খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী সহ মাঝ পথের স্টেশন থেকে যাত্রি উঠেছে।  যাত্রীদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।আমাদের যাত্রীদের সেবা এবং তাদের নিরাপদে পৌছাতে সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত থাকবে। যাত্রীরা কম সময় কম খরচে ঢাকা থেকে খুলনা রুটে যাতায়াত করতে পারবে এবং এতে ট্রেনও লাভবান হবে। এতে আমিও আনন্দিত, সেবা পেয়ে লাভবান হবে যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ভাঙ্গা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে।রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে।ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।
 

আর্কাইভ