• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঢাবি উপ-উপাচার্যের নামে ভুয়া পেজ, থানায় জিডি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৫৫ পিএম

ঢাবি উপ-উপাচার্যের নামে ভুয়া পেজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক . মুহাম্মদ সামাদের নাম ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া পেজ খোলা হয়েছে। ঘটনায় মঙ্গলবার ( সেপ্টেম্বর) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ( সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি অসাধু চক্র ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক . মুহাম্মদ সামাদের নামে ভুয়া ফেসবুক পেজ খুলেছে। চক্রটি পরিকল্পিতভাবে ভুয়া পেজ থেকে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন এবং শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিরতে আরও বলা হয়, অধ্যাপক . সামাদের নামে চালু করা ভুয়া ফেসবুক পেজের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জিডি নম্বর : ৪২৩। ভুয়া পেজটির বিষয়ে সবাইকে সতর্ক সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অধ্যাপক . মুহাম্মদ সামাদের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই বলেও জিডিতে উল্লেখ করা হয়।

জেডআই/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ