সব আসনে শিক্ষার্থী নির্বাচিত না হওয়ার কারণ জানাল ভর্তি কমিটির সদস্য সচিব
শিক্ষার্থীরা অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এই ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।এর মধ্যে ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন।