বাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক রিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই যাত্রীর নাম শাহাবুদ্দিন (৪৫)। রোববার (১৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের টিএ রোড লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মুলু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন রিকশাচালক শাহজাহান। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় টিএ রোডের লেভেলক্রসিং ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই অরক্ষিত হয়ে আছে লেভেলক্রসিংটি ।
রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ওই ক্রসিং অতিক্রমের সময় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ও আরোহী আহত হন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিলে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় রিকশাচালক অসাবধানতাবশত রিকশা নিয়ে রেললাইনে ওঠে পড়ে। এর ফলে ট্রেনের ধাক্কা লেগে একজন নিহত হয়।
ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন