• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাঁচার জন্য শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিলেন মা !

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৫:১২ পিএম

বাঁচার জন্য শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিলেন মা !

দেশজুড়ে ডেস্ক

দৌলতদিয়া ফেরিঘাটে হঠাৎ হইচই। একটু সামনে এগোতেই জানা গেল চার বছরের শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিয়েছেন এক মা। এ সময় ঘাটে থাকা এক শ্রমিক তাদের উদ্ধার করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মা ও শিশু। 

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট দিয়ে ‘শাহ আলী’ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টাফ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নদীতে পড়ে যাওয়া ওই নারীর নাম রোকসানা বেগম (২৯) ও তার শিশু সন্তানের নাম মেহরাব হোসেন (৪)। রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী।

মনির হোসেন বলেন, রোকসানা বেগম তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ফেরিতে ওঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার জন্য পন্টুনে পৌঁছায়। তখন ওই নারী ভয়ে তার কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। 

তিনি আরও জানান, বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপ দিয়ে তাদের দুজনকে ধরে ফেলি। তার স্বামীও নদীতে ঝাঁপ দেন। পরে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হই।
 
বর্তমানে আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই সুস্থ্য আছেন। তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

টিআর/এএমকে
আর্কাইভ