নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় টিকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে আগুন দেয়া হয়েছে এক নারীর শরীরে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। নিহত নারীর নাম পারভীন আক্তার (৩০)।
সোমবার (৯ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই আকরাম হোসেন বলেন, ‘আমার বোন পারভীনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবশেষে সোমবার সকালে তিনি মারা গেছেন।’
পরিবার সূত্রে জানা যায়, রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী ছিলেন পারভীন আক্তার (৩০)। আট মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দম্পত্য জীবনের ১০ বছরে এক কন্যাসন্তান রয়েছে। মেয়েকে নিয়ে পারভীন তার বাবার বাড়িতে থাকতেন।
শনিবার (৭ আগস্ট) দুপুরে করোনার টিকা দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেন সাবেক শ্বশুরবাড়ির লোকজন। সন্ধ্যার পর তার দেবরসহ চারজন তার মুখ বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।
শরীরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় রোববার দুপুরে সাবেক দেবরসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান নিহতের ভাই আকরাম হোসেন।
এ বিষয়ে রায়পুরা থানার এসআই দেব দুলাল দে বলেন, ‘আগুনে দগ্ধ পারভীন মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। দেবর আলী হোসেন ও ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেফতার করা হয়েছে।’
টিআর/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন