• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নোয়াখালীতে এক কিশোরকে গুলি করে হত্যা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৩:৩৫ পিএম

নোয়াখালীতে এক কিশোরকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার বেগমগঞ্জে রাশেদ নামে এক কিশোরকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। রোববার ( আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিবল্লপুর গ্রামের অয়েদ আলী ভূঞা বাড়ির বাগান থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. রাশেদ (১৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের শেয়ারবাড়ির তাজুল ইসলামের ছেলে। তাজুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম শিপন জানান, কয়েকদিন আগে আলাইয়ারপুর গ্রামের প্রতিবেশী রুবেল হোসেনের সঙ্গে টর্চলাইট জ্বালানো নিয়ে রাশেদের বাগ্বিতণ্ডা হাতাহাতি হয়। নিয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তও করে।

ঘটনা কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় বেধড়ক মারধর করে। পরে ঘটনায় তার পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এবার রুবেলের সহযোগী শাকিল, সুজন, আকবর, মারুফ, মঞ্জুসহ তাদের সাঙ্গপাঙ্গরা রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে।

সন্ত্রাসীরা রাশেদের চাচা লোকমানকে শাসিয়ে বলে, ‘থানায় অভিযোগ করেছ আমাদের বিরুদ্ধে। এখন আমাদের মামলা চালানোর খরচের টাকা দাও।এর পর শনিবার ( আগস্ট) রাত ১০টা থেকে নিখোঁজ ছিল রাশেদ। পরে রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে পৌনে দুই কিলোমিটার দূরে অয়েদ আলী ভূঞাবাড়ির পশ্চিমের বাগানে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।

নিহতের পরিবারের দাবি, থানায় লিখিত অভিযোগ করায় একই বাড়ির বখাটে রুবেলের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরাই রাশেদকে ধরে নিয়ে মাথায় গুলি করে হত্যা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাশেদকে শনিবার দিবাগত রাতের যেকোনো একসময়ে মাথায় গুলি করে হত্যা করে লাশ বাগানে ফেলে দেয় খুনিরা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী সময় ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ