• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মৌমাছির কামড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৩:৩১ পিএম

মৌমাছির কামড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

দেশজুড়ে ডেস্ক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মৌমাছির কামড়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। শনিবার (৭ আগস্ট) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বৃদ্ধ দম্পতি। তাদের একেকজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। 

মৃত আবুল হোসেন (৮০) ও আজুতুন নেছা (৬০) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভার জুম্মাহাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেনের ঘরের সামনে আমগাছে মৌমাছির বাসা ছিল। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে মৌমাছির দল তাদেরকে অনেকক্ষণ ধরে কামড়ায়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে দুইজনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মনির হোসেন বলেন, আবুল হোসেন ও আজুতুন নেছার প্রতিজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কমাড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন।

তিনি আরও বলেন, দুজনেরই আইসিইউ সাপোর্ট প্রয়োজন থাকায় বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু তাদের পরিবারের সদস্য আর কেউ না থাকায় রাতের বেলা নিয়ে যাওয়া হয়নি।

আরেকজন চিকিৎসক বলেন, তারা অনেকগুলো মৌমাছির কামড়ে জর্জরিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা তাদের জন্য পর্যাপ্ত না। দ্রুত উন্নত চিকিৎসা দরকার ছিল।

জেডআই/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ