• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আজও কর্মস্থলে ফিরছে মানুষ, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১২:৫৮ পিএম

আজও কর্মস্থলে ফিরছে মানুষ, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

মানিকগঞ্জ প্রতিনিধি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজও পাটুরিয়া ফেরিঘাটে বাড়ছে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দৌলতদিয়া ঘাট থেকে পদ্মা পারি দিচ্ছেন তারা। পথে পথে ভোগান্তি। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। 

সোমবার (২ আগস্ট) সকালে পাটুরিয়ার তিনটি ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অপরদিকে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের তেমন ভীড় দেখা যায়নি। 

পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কথা হয় কুষ্টিয়া থেকে আসা পোশাকশ্রমিক সীমা আক্তারের সঙ্গে। নবীনগরের বাইপাইলে একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। 

তিনি সিটি নিউজ ঢাকাকে জানান, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত বাস ভাড়া ১৫০ টাকা। কিন্তু সবার কাছ থেকে ৩৫০ টাকা নিয়েছে। ঘাট পার হয়ে দেখি নবীনগরের ভাড়া চায় ৫০০ টাকা। ১ আগস্ট কারখানা খুলেছে, কিন্তু যেতে পারি নাই। চাকরি বাঁচাতে অতিরিক্ত ভাড়া দিয়ে আজ যেতে হচ্ছে। কি করব, চাকরি তো করতে হবে।

মিরপুরের একটি গার্মেন্টসে কাজ করেন নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে আসা মো. সেলিম হোসেন।

তিনি জানান, ঈদের আগের দিন পরিবারের তিন সদস্য নিয়ে অনেক ভোগান্তিতে গ্রামে গিয়েছিলেন। সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে বাড়িতেই পরিবার পরিজন নিয়ে ছিলেন। ১ আগস্ট থেকে থেকে কাজে ফেরার জন্য বলা হয়। কিন্তু কাল ফিরতে পারেননি বলে আজ সকালে নড়াইল বাসস্ট্যান্ড থেকে ৭ জন মিলে ৬ হাজার টাকায় মাইক্রোবাস রিজার্ভ করে দৌলতদিয়া ঘাটে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পোশাক শ্রমিক বলেন, সরকার ও মালিকরা আমাদের কখনো মানুষ মনে করে না। মনে করলে এমন তামাশা করত না। তাদের হুটহাট সিদ্ধান্তের কারণে আমাদের বিপাকে পরতে হয়। লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে শিল্প-কারখানা খুলে ‍দিছে। এমন অবস্থায় হেঁটে, বৃষ্টিতে ভিজে ৩/৪ গুন ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে। আমরা কি দেশের বোঝা?

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, আজও কর্মস্থলে ফিরছে মানুষ। সকালে ঘাটে চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। তবে যানবাহনের সংখ্যা কম। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে নয়টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

টিআর/সবুজ
আর্কাইভ