• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় ফিরতে ভোলায় লঞ্চে উপচেপড়া ভিড়

প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০২:৩৩ পিএম

ঢাকায় ফিরতে ভোলায় লঞ্চে উপচেপড়া ভিড়

দেশজুড়ে ডেস্ক

লকডাউনের মধ্যে হঠাৎ করে গার্মেন্টস খুলে দেয়ার ঘোষণায় ঢাকা ছেড়ে যাওয়া শ্রমিকেরা বিপদে পড়েছে। গণপরিবহন চলাচল স্বাভাবিক না থাকায় ঢাকায় ফিরতে তাদের ব্যাপক ঝক্কি পোহাতে হচ্ছে। শ্রমিকদের ঢাকা ফেরার সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। লঞ্চে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন যাত্রীরা। 

রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাট, ভোলা নদীবন্দর (খেয়া ঘাট) এবং চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পাঁচটি লঞ্চ। এ ছাড়া ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে দুটি সিট্রাক ও দুটি লঞ্চ ছেড়ে গেছে।

জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই এসব লঞ্চ গন্তব্যে ছেড়ে যাচ্ছে। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি অন্যদিকে বাড়তি ভাড়ায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মানাতে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডকে প্রচারণা চালাতে দেখা গেছে।
 
ঢাকাগামী এমভি দোয়েল পাখি-১-এর যাত্রী সোলাইমান হোসেন বলেন, ‘লঞ্চে দাঁড়ানোর মতো জায়গা নেই। অথচ লঞ্চ কর্তৃপক্ষ ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা নিতেছে। এইডা তো গরিব মারা ব্যবসা শুরু করছে।’

ভোলা-ঢাকা রুটের কর্ণফুলী-১০ লঞ্চের ম্যানেজার মো. আলাউদ্দিন বলেন, আজ ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে গেছে। বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আমাদের প্রতিটা লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লঞ্চ ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক কামরুজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যাত্রীদের সুবিধার্থে সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করতে বলা হয়েছে। ভোলা ও চরফ্যাশন থেকে রাজধানী ঢাকার পথে পাঁচটি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে দুটি সিট্রাক ও দুটি লঞ্চ ছেড়ে গেছে।

শামীম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ