• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শিল্পকারখানা খোলার খবরে নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১২:০৬ পিএম

শিল্পকারখানা খোলার খবরে নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

দেশজুড়ে ডেস্ক

শিল্পকারখানা খোলার খবরে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ। লকডাউনের শুরুর দিকে কাজ না থাকায় যারা বাড়ি ফিরে এসেছিলেন তারা আবারও ছুটছেন রাজধানী ঢাকার দিকে। তাই লকডাউনের নবম দিনে মাদারীপুরের বাংলাবাজার ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে উঠতে ব্যস্ত তারা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বাংলাবাজার ও দৌলতদিয়া ঘাটে এ দৃশ্য লক্ষ করা গেছে।  

চলমান লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ফেরিঘাটগুলোতে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্র, মোটরসাইকেল ও অটোরিকশায় করে ঘাটে আসছেন যাত্রীরা। 

যাত্রীরা জানিয়েছেন, সরকার ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে কারখানা খুলবে। তাই ভোগান্তি সত্ত্বেও চাকরি বাঁচাতে ঢাকায় যাচ্ছেন তারা। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় তাদের ভেঙে ভেঙে ঘাটে আসতে হয়েছে। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।  

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, এই নৌরুটে শনিবার সকাল থেকে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে। পন্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীদের ভিড় থাকায় ফেরিতে যাত্রীও বহন করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে ঘাটে পারের অপেক্ষায় কোনো সিরিয়াল নেই।

করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্পকারখানা।

এর মধ্যে গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন মালিকেরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এ দাবি জানান। এরপরই শুক্রবার (৩০ আগস্ট) রফতানিমুখী শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা আরোপিত বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

টিআর/এএমকে
আর্কাইভ