দেশজুড়ে ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে উত্তাল পদ্মা নদী। যার কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ধরনের ফেরি চলাচল। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ।
তিনি বলেন, বৈরী আবহাওয়া ও বাতাসের কারণে নদী উত্তাল রয়েছে। তাই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
ফয়সাল আহম্মেদ বলেন, ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল।
করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েক দিনের মতো আজও ঢাকায় ফিরছিলেন শত শত কর্মজীবী মানুষ। এ সময় ফেরিতে গাদাগাদি করে পারাপার হওয়া যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
অন্যদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে রওনা হতেও দেখা গেছে। বিধি উপেক্ষা করে শিমুলিয়া থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে ঢাকায় উদ্দেশ্যে রওনা হন তারা। গুনতে হচ্ছে দুই-তিন গুণ বেশি ভাড়া।
টিআর/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন