• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

যমজের সঙ্গে যমজের বিয়ে!

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৫:৫০ পিএম

যমজের সঙ্গে যমজের বিয়ে!

দেশজুড়ে ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলে আল আমিন আমিনুল। মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।

অন্যদিকে একই উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ে ফাতেমা ফারজানা। তারা দুজনও মাস্টার্স শেষ করেছেন। গত বৃহস্পতিবার এই দুই যমজ বোনের সঙ্গে যমজ ভাইদের বিয়ে হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন যমজ দম্পতিদ্বয়।

জানা যায়, কঠোর লকডাউনের মধ্যে বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। পরে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

যমজ বোনের ফুফাতো বোন জামাই রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। মেয়েরাও মাস্টার্স শেষ করেছে আবার ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ