মাগুরা প্রতিনিধি
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাগুরায় ছুরিকাঘাতে কাজী গোলাম রসুল নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বেরইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজী গোলাম রসুল বেরইল গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে ও স্থানীয় গঙ্গারামপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
গোলাম রসুলের বাবা চা দোকানি কাজী রওনকের অভিযোগ, রাত সাড়ে ৮ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সজীব হোসেন, গোলাম রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বাকি খাওয়ার সূত্র ধরে তার চায়ের দোকানে সজীবের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিলো। এই টাকা চাওয়া নিয়ে তার ছেলে গোলাম রসুলের সাথে সজীবে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে সজীব পূর্ব পরিকল্পিতভাবে গোলাম রসুলকে কুপিয়ে হত্যা করেছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোলাম রসুলকে হাসপাতালে আনা হয়। কিন্তু বুকে ধারালো অস্ত্রের কোপে তার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, গোলাম রসুল হত্যা ও হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে সজীবের নাম পাওয়া গেছে। তবে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ফ্রি ফায়ার পাপজি গেম খেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
তিনি জানান, তবে হত্যার সঠিক কারণ উদঘাটন ও বর্তমানে এলাকার উতপ্ত পরিস্থিতি মোকাবেলায় কাজ চলছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।
জেডআই/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন